জুনেই জিটিএ নির্বাচনের প্রস্তাব রাজ্যের

স্টাফ রিপোর্টার : জুন মাসের তৃতীয় সপ্তাহে হতে পারে জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন) নির্বাচন ।নবান্ন সূত্রে খবর, এমনই প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশনকে পাঠিয়েছে রাজ্য সরকার।সম্প্রতি শিলিগুড়ি সফরে গিয়ে দ্রুত জিটিএ নির্বাচন করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠায় রাজ্য সরকার।
কিন্তু জিটিএ নির্বাচনের প্রস্তাব পাঠানোর পরই কিছু রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে সায় দিয়েছে, আবার বেশ কিছু রাজনৈতিক দল জিটিএ নির্বাচনের বিরোধিতা করেছে।