জখম ৩ পুলিশ কর্মী

স্টাফ রিপোর্টার : পুরনো বাড়ির একাংশ ভেঙে গুরুতর জখম হলেন ৩ পুলিশ কর্মী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরণীর বড়বাজার এলাকায়।প্রশাসন সুত্রে জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশে এদিন বড়বাজার থানার ৩ পুলিশ কর্মী ওই এলাকায় তদন্ত করতে গিয়েছিলেন। তদন্ত চলাকালীন পাশের বাড়ির দোতলার কার্নিশ ভেঙে পড়ে।
গুরুতর জখম হন তিন পুলিশ কর্মীই। আহত হন বাড়ির নিচে থাকা পথচারীরা। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কীভাবে বাড়ির একাংশ ভাঙল তা এখনও স্পষ্ট নয়।