অল্প বৃষ্টিতেই জলমগ্ন কলকাতা

স্টাফ রিপোর্টার : ‘অশনি’ আছড়ে পড়ার আগেই টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে কলকাতার বহু এলাকা। পর্ণশ্রী, সায়েন্সসিটি, সেক্টর ফাইভ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট প্রভৃতি এলাকায় জল জমতে দেখা গিয়েছে। প্লাস্টিকের কারণেই শহরের রাস্তা এভাবে জলমগ্ন হয়েছে বলে পুরসভা সূত্রের খবর।
অনেকেই চিপস খেয়ে রাস্তায় প্যাকেট ফেলে দিচ্ছেন, আবার অনেকেই প্লাস্টিক ফেলে দিচ্ছেন নর্দমায় যার ফলে নিকাশি নালা থেকে শুরু করে নর্দমায় আটকে যাচ্ছে প্লাস্টিক। ফলে জল বের হতে গিয়ে সমস্যা হচ্ছে। আর এর ফলে জল জমে দুর্ভোগ বাড়ছে কলকাতা বাসের।শুধু নালা, নর্দমায় নয় পাম্পেও আটকে যাচ্ছে প্লাস্টিক। এর ফলে খারাপ হচ্ছে পাম্প। স্বাভাবিকভাবেই জল বের করতে গিয়ে বেগ পেতে হচ্ছে পুরকর্মীদের।