অভিষেক-পত্নী রুজিরার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার : কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কয়লা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল৷
কিন্তু তিনি বারেবারে সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন৷ তাই শনিবার সকালে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল৷আগামী ২০ অগস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।