মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সাগরে সৃষ্টির সাথে মিলন কর্মসূচি যুব তৃণমূলের

বিশ্ব সমাচার, নামখানা: সারা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বৃহস্পতিবার সৃষ্টির সাথে মিলন কর্মসূচি সাগর বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান,
নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহজ নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এই উপলক্ষে এদিন নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্যাবলো যাত্রা শুরু হয়। এই ট্যাবলো যাত্রা আগামী ২০ মে পর্যন্ত নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে যে সমস্ত কর্মীবৃন্দ ছিলেন, তাঁদের মধ্যে অনেকেই বয়সে ভারাক্রান্ত, এখন বাড়িতেই বসে থাকেন।
এই কর্মসূচির উদ্দেশ্য তাঁদের সঙ্গে মেলবন্ধন প্রতিষ্ঠা করা, ব্লকের বিভিন্ন প্রান্তে ছোট ছোট শিশুদের নিয়ে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠান করা এবং তাদেরকে পুরস্কৃত করে সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করা। এর পাশাপাশি এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের প্রয়োজনীয় সামগ্রী তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া, সর্বোপরি আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করে তোলা এই কর্মসূচির লক্ষ্য।