বারুইপুরে স্কুটি ও লরির সংঘর্ষে মৃত ১

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বৃহস্পতিবার সন্ধ্যায় বারুইপুরের কারাগারের কাছে স্কুটি ও লরির সংঘর্ষে স্কুটি চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম ধীরেন হালদার(৫৪)। তিনি পেশায় একজন ঘরামি। বাড়ি নরেন্দ্রপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুরের সুভাষপল্লি এলাকায়।
ধীরেন হালদারের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ধীরেনবাবু স্কুটি চালিয়ে রামচন্দ্রপুর থেকে চম্পাহাটির দিকে আসছিলেন।
কাটাখালের কাছে উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে স্কুটির। ধীরেনবাবু রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে ধীরেনবাবুকে বারইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বারুইপুর থানার পুলিশ শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক লরির ড্রাইভার পলাতক। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।