‘আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, ওদের কুৎসার ভাণ্ডার’, বর্ষপূর্তিতে বিজেপিকে নিশানা মমতার

স্টাফ রিপোর্টার : নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেস সরকারের ১১ বছর পূর্তি অনুষ্ঠীনে নাম না করে প্রকাশ্যেই মোদী-শাহকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ২০ লক্ষ মহিলার হাতে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র প্রাপ্য টাকা তুলে দেন।এদিন বিভিন্ন জেলা থেকে মহিলারা এসেছিলেন। তাঁদের হাতে সেই টাকা তুলে দেন তিনি। পাশাপাশি ঘোষণা করেন, রাজ্যের ১ কোটি ৫১ লক্ষ মহিলা এবার এই প্রকল্পের আওতাভুক্ত হলেন।
পাশাপাশি, এই মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিজেপিকেও তোপ দাগেন তিনি।তিনি বলেন, ‘আমাদের সরকার জনগণের সরকার। জনতার জন্য কাজ করে। আমাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ আছে, আর ওদের কুৎসার ভাণ্ডার। সবসময় খালি বাংলা সরকারের নিন্দা।’ সিপিএমের উদ্দেশেও তোপ দেগে তিনি বলেন, ‘আগে যাঁরা বাম ছিল, আজ তাঁরা সবাই বিজেপিতে নাম লিখিয়েছেন।’
এছাড়া তিনি বলেন, ১১ বছরে তাঁর সরকার বাংলায় যা কাজ করেছে ক্ষমতা থাকলে তাঁর সামনে এসে দাঁড়ান। বাংলাকে বারবার অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। নাম না করেই অমিত শাহ-তে নিশানা করে তিনি বলেছেন, ‘যখন কেউ বলে বাংলায় যাবেন না, গেলে খুন হয়ে যাবেন, তখন আমার গায়ে লাগে। বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল।’