হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাধবী মুখোপাধ্যায়

স্টাফ রিপোর্টার : সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাধবী মুখোপাধ্যায়।গত ২৯ এপ্রিল আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভরতি হয়েছিলেন অভিনেত্রী। বুধবার তাঁকে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে বর্ষীয়ান অভিনেত্রীর গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। তাই ভবিষ্যতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
হাসপাতালের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, এখনও অনেকটাই সুস্থ মাধবী মুখোপাধ্যায়। সেই কারণেই তাঁকে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।