খবরদেশবিদেশ

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার চেষ্টা করছে ভারত!

সংবাদ সংস্থা ঃ ইউক্রেনে যুদ্ধের জেরে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা ও ইউরোপের দেশগুলি। এই অবস্থায় মস্কোর থেকেই তেল কেনা অব্যাহত রেখেছে ভারত সরকার। তবে এই পরিস্থিতিতে ভারত সস্তায় তেল কেনার চেষ্টা করছে রাশিয়ার থেকে। যেখানে আন্তর্জাতিক বাজারে ১০৫ ডলার প্রতি ব্যারেলে তেল বিক্রি হচ্ছে।

সেখানে রাশিয়ার থেকে ৭০ ডলারেরও কম দামে তেল কিনতে চাইছে। গত ২৪ ফেব্রæয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সেই সময় থেকে এযাবৎ রাশিয়ার থেকে ৪ কোটি ব্যারেল তেল কিনেছে ভারত। পুরো ২০২১ সাল জুড়ে নয়াদিল্লি মস্কোর থেকে যে পরিমাণ তেল কিনেছে, ইতিমধ্যেই ২০ শতাংশ বেশি তেল কিনে ফেলেছে ভারত।

এমনটাই জানা যাচ্ছে বøুমবার্গের সূত্রে। ব্যবসায়ীদের মতে, মধ্য প্রাচ্য থেকে তেল কেনা খুব একটা লাভজনক নয়। কারণ, সেখানে তেল রপ্তানি করা হয় ছোট জাহাজে করে এবং অনেক বেশি সময় লাগে। ইউরোপের অধিকাংশ দেশগুলি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। ফলে রাশিয়ার তেল বিক্রির বাজার কমেছে। চিনে ফের কোভিডের প্রকোপ বাড়ার ফলে সেখানেও জ্বালানির দাবি
আপাতত কমেছে। এমতাবস্থায় কিছুদিন পরে রাশিয়া তেলের দাম আরও কমিয়ে দেবে বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের।

Related Articles

Back to top button
error: Content is protected !!