অভিষেকের জেল হবে কি হবে না বুঝতে পারছে না তৃণমূল : সেলিম

স্টাফ রিপোর্টার : অভিষেকের মুখ্যমন্ত্রী পদে বসা নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা নিয়ে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম। মঙ্গলবার নিহত যুবক আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে শাসকদলকে বিদ্রুপ করেন তিনি। দাবি করেন, অভিষেকের জেল হবে কি হবে না তা বুঝতে পারছেন না তৃণমূল নেতারা।
এদিন সেলিম বলেন, ‘কয়েকদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ম্যানেজ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেউ কেউ মনে করছেন ম্যানেজ হয়ে গিয়েছে তাই জেল যদি না হয় তাহলে মুখ্যমন্ত্রী হবে। আর কেউ কেউ ভাবছে জেল হবে, তাই হিসাব কষার চেষ্টা করছে’।