ছেলের পর বাবাও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কল্যাণপুরে বদ্রীনারায়ণ মন্দিরের পাশে বৃহস্পতিবার রাতে গলায় দড়ি দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মৃতের নাম রতন আচার্য(৩৪)।
পরিবার সূত্রে খবর, একমাস আগে ছেলে আত্মহত্যা করে। সেই শোকে বেশ কিছুদিন ধরেই রতনবাবু মুষড়ে পড়েছিলেন। শেষে বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে গলায় দড়ি দেন তিনি।
আশপাশের বাড়ির লোকজন জানতে পেরে তাঁকে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা বলেন, রতনবাবু জোগাড়ের কাজ করতেন। মাঝে মাঝে একটু আদু মদ্যপান করতেন। পুলিশ রতন আচার্যর দেহ ময়নাতদন্তের পাঠিয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। রতনবাবুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।