রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানোর দাবি মমতার

স্টাফ রিপোর্টার : রান্নার গ্যাস-জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘দু’টাকা কেজি চাল ফোটাতে হচ্ছে হাজার টাকার গ্যাসে।
রান্নার গ্যাসের দাম অবিলম্বে ৩০০ টাকা কমানো উচিত।এই হারে তেল এবং গ্যাসের দাম বাড়ার পর সাধারণ মানুষের উপর চাপ তৈরি হচ্ছে। গ্যাসের দাম না কামানো হলে সাধারণ মানুষের সমস্যা আরও বেড়ে যাবে।’