বিএসএফের ৬টি ভাসমান চৌকি উদ্বোধন করবেন অমিত শাহ

সংবাদ সংস্থা : ভারত–বাংলাদেশের মধ্যে রয়েছে বিস্তীর্ণ আন্তর্জাতিক জল সীমান্তও। সুন্দরবন অঞ্চলেই রয়েছে ওই জল সীমান্ত। এই পথ দিয়ে পাচার, অনুপ্রবেশ হয় বলে অভিযোগ। এখানে নজরদারির দায়িত্বে রয়েছে বিএসএফ। এই নজরদারিকে আরও নিশ্ছিদ্র করতে সুন্দরবন জল সীমান্তে বিএসএফের নতুন ছ’টি ভাসমান সীমান্ত চৌকি তৈরি হয়েছে।
এই চৌকিগুলির পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ফ্লোটিং বিওপি’। বিএসএফ সূত্রে খবর, মে মাসের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এগুলির উদ্বোধন করবেন।