খবররাজ্য

প্রয়াগরাজ কাণ্ডে মানবাধিকার কমিশনকে স্মারকলিপি দিল তৃণমূল

স্টাফ রিপোর্টার : প্রয়াগরাজ-কাণ্ডে দুই মহিলার ধর্ষণের অভিযোগ ওঠা সত্ত্বেও তার তদন্ত শুরু করেনি উত্তরপ্রদেশ পুলিশ। এমনকি, অভিযোগপত্রে ধর্ষণের ধারাও যুক্ত করা হয়নি। শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের কাছে একটি স্মারকলিপি পেশ করে এই অভিযোগ করল তৃণমূলের সত্যানুসন্ধান কমিটি

শুক্রবার তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তিন সদস্য রাজ্যসভার সাংসদ দোলা সেন, তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা আরটিআই কর্মী সাকেত গোখলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন।সেখানে গিয়ে ভুক্তভোগী পরিবারের অবস্থা মানবাধিকার কমিশনের কাছে বর্ণনা করেন তৃণমূলের প্রতিনিধিরা। ওই স্মারকলিপিতে মোট ১২টি বিষয় তাঁরা উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!