নিরাপত্তা বাড়ানোর দাবি তৃণমূল বিধায়কের

স্টাফ রিপোর্টার : তিনজন দেহরক্ষী থাকা সত্ত্বেও আরও একজন দেহরক্ষী বাড়ানোর আবেদন জানালেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। পুলিশ সুপারের কাছে এই আবেদন জানিয়েছেন তিনি।শ্যামল মণ্ডলের দাবি, “বাসন্তী, ক্যানিং-সহ আশপাশের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় সরকারি কাজ ও সংগঠনের কাজের জন্য ঘুরে বেড়াতে হয়।
যখনই অন্যায় দেখেছি তখনই সেই কাজের প্রতিবাদ করেছি। তাতেই নানা ধরনের হুমকি পাচ্ছি। কিছু তোলাবাজ, মাটি মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। অনেক জায়গায় পুলিশ ব্যবস্থা গ্রহণও করেছে। আর সেই কারণে নানা জায়গায় হুমকি, পেশিশক্তির সম্মুখীন হতে হচ্ছে। আর তাতেই নিরাপত্তার অভাববোধ করছি।”