জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনার মূল চক্রী গ্রেপ্তার

সংবাদ সংস্থা : দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনার মূল চক্রী। বৃহস্পতিবার বিকেলে দিল্লি পুলিশের বিশেষ সেল তমলুক থেকে এই ঘটনার মূল মাস্টারমাইন্ড ফরিদ শেখ ওরফে নিতুকে গ্রেপ্তার করে।জাহাঙ্গিরপুরীতে হিংসা ছড়ানোর পর থেকেই বেপাত্তা ছিল ফরিদ। তার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালায় দিল্লি পুলিশের বিশেষ সেল।
এরপর অবশেষে এদিন তমলুকে ফরিদের কাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর,ফরিদ শেখ ওরফে নিতু এই হিংসার ঘটনার মূল চক্রী। উসকানিতে মদত দিয়েছিল। দিল্লি পুলিশের একটি টিম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছিল নিতুকে গ্রেপ্তার করার জন্য। অবশেষে বৃহস্পতিবার গ্রেপ্তার হয়। তাকে বিমানে করে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে।