কোহলির রানে ফেরার উপায় বলে দিলেন যুবরাজ

সংবাদ সংস্থা : ব্যাট হাতে একেবারেই রান পাচ্ছেন না কোহলী । শুধু আইপিএল দল নয়, ভারতের পক্ষেও এটা বড় চিন্তার কারণ। এবারেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কোহলীর ছন্দ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।প্রাক্তন অধিনায়কের রানে ফেরার উপায় বলে দিলেন যুবরাজ সিংহ। এক টিভি চ্যানেলের শোয়ে তিনি বলেছেন, “আমার মনে হয় ওর উচিত ছোটবেলায় ফিরে যাওয়া।
সেই সময় কেমন ক্রিকেটার ছিল, সেটা নিজেরই উচিত বিশ্লেষণ করা। তখন অনেক খোলা মনের মানুষ ছিল, ঠান্ডা মাথা ছিল। সেই দিনগুলোর কথা ওর মনে করা উচিত।” যুবরাজ আরও বলেন, “রানের খরা নিয়ে ও নিজেও খুশি নয়। সাধারণ মানুষ বা সমর্থকরাও অখুশি। লোকে ওর থেকে বিভিন্ন কীর্তি আশা করে। শতরানের পর শতরান করবে এই প্রত্যাশাই থাকে। কিন্তু সেরা ক্রিকেটারদের এ রকম একটা সময় আসবেই। বিরাটের উচিত আবার খোলা মনে খেলা।