অসুস্থ হয়ে উডল্যান্ডসে ভর্তি মাধবী মুখোপাধ্যায়

স্টাফ রিপোর্টার : অসুস্থ হয়ে উডল্যান্ডসে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকালে রক্তাল্পতার কারণে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর।চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা যাচাই করছেন।
রক্তাল্পতা ঠিক কী কারণে, বয়সজনিত কারণে না কি অন্য কোনও রোগের কারণে তা খতিয়ে দেখা হয়েছে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।