‘সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়ন’ ক্যাটেগরিতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার : ‘টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট’-এর বিচারে দেশের সমস্ত কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান, রাজ্যের নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। ‘সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়ন’ ক্যাটেগরিতেও প্রথম স্থান পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বৃদ্ধি ক্যাটাগরিতে সারা বিশ্বে ১৪ তম স্থান পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে ট্যুইট করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”দেশের সমস্ত কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান, রাজ্যের নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান দখল করায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বিত।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বৃদ্ধি ক্যাটাগরিতে সারা বিশ্বে ১৪ তম স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, সমস্ত শিক্ষক, পড়ুয়াদের অভিনন্দন।”