পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে রাজ্যপালকে চিঠি জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী-র

স্টাফ রিপোর্টার : আসানসোল পুরসভায় পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে পুর ও নগরোন্নয়ন দফতর এবং রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তিনি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী। পুর ও নগরোন্নয়ন দফতরকে পাঠানো চিঠিতে বিজেপি কাউন্সিলর জানিয়েছেন, পুর আইন অনুসারে সর্বাধিক ৬০ দিন কেটে গেলেও মেয়র পারিষদ এবং বরো চেয়ারম্যান নির্বাচন করা হয়নি।
যা আইনবিরুদ্ধ বলে বিজেপি কাউন্সিলরের দাবি। তাঁর অভিযোগ, এর ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পুর নাগরিকরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। বিজেপি বাড়ি বসেই মানুষের সমস্যা জানতে পেরে যাচ্ছে বলে কটাক্ষ করেছেন তিনি।