খবরখেলা

উম্বলডনে খেতাব ধরে রাখার সুবর্ণ সুযোগ জকোভিচের সামনে

সংবাদ সংস্থা : করোনার টিকা নেননি ৷ ফলে অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামতে পারেননি বিশ্বের এক নম্বর টেনিস তারকা । যদিও, ফরাসি ওপেনের পর এবার উম্বলডনেও নামতে বাধা থাকল না নোভাক জকোভিচের সামনে । কোভিড টিকা না-নেওয়া থাকলেও অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে নামা যাবে ।

ফলে নিজের খেতাব ধরে রাখার সুবর্ণ সুযোগ রয়েছে সার্বিয়ান টেনিস তারকার সামনে ।কেরিয়ারের 21তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে বছরের প্রথমে অস্ট্রেলিয়ান ওপেনকেই পাখির চোখ করেছিলেন সার্বিয়ান টেনিস তারকা ৷

তা না-হওয়ায় এবার নিজের ট্রফি ক্যাবিনেটে গ্র্যান্ড স্লামের সংখ্যা বাড়াতে ঘাসের কোর্টে নামবেন নোভাক ।লন্ডনে চ্যাম্পিয়ন হলে পিট সাম্প্রাসের উইম্বলডন জেতার রেকর্ড ছোঁবেন জোকার ।

Related Articles

Back to top button
error: Content is protected !!