অর্শদীপের বোলারে মুগ্ধ শাস্ত্রী

সংবাদ সংস্থা : এ বারের আইপিএলে বল হাতে ইতিমধ্যেই নজর কেড়েছেন অর্শদীপ সিংহ।তাঁকে নিয়ে মুগ্ধ রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ মনে করছেন, খুব তাড়াতাড়ি জাতীয় দলের হয়ে খেলতে চলেছেন অর্শদীপ।পঞ্জাবে তিনি চতুর্থ মরসুম খেলছেন।তাঁকে নিলামে ধরে রেখেছিল পঞ্জাব। নতুন বলে তিনি দিনের পর দিন ক্ষুরধার হয়ে উঠছেন।শাস্ত্রী বলেছেন, “ও তরুণ একজন বোলার।
ধারাবাহিক ভাবে ভাল খেলছে। চাপ থাকলেও সেটা বুঝতে দিচ্ছে না। নিজের স্নায়ু ধরে রাখছে। ডেথ ওভারেও মাথা ঠান্ডা রেখে বোলিং করছে।” শাস্ত্রীর ব্যাখ্যা, “এর থেকেই বোঝা যায় কত দ্রুত উন্নতি করছে। জাতীয় দলে যে কোনও মুহূর্তে সুযোগ পেতে পারে। নির্বাচকরা নিশ্চয়ই ওর উপরে নজর রাখছে।”