২১ মে থেকে রাজ্যে শুরু দুয়ারে সরকার

স্টাফ রিপোর্টার : আগামী ৫ মে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি হওয়ার কথা ছিল।কিন্তু রাজ্যে চলছে তাপপ্রবাহ।এই পরিস্থিতিতে দেখে বুধবার নবান্নে বৈঠক করে দুয়ারে সরকারের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠক সেরে মুখ্যমন্ত্রী জানান, ২১ মে থেকে শুরু হবে দুয়ারে সরকার।দুয়ারে সরকারের জন্য আবেদন পত্র নেওয়া হবে ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত।
সঙ্গেসঙ্গেই সেই আবেদনপত্রগুলি ‘প্রসেস’ করা হবে। ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত আবেদনপত্রগুলি প্রসেস করা হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ”পাড়ায় সমাধান ৫ মে থেকে ১মাস হবে। মুখ্যসচিবকে বলব লিখিত গাইডলাইন দিতে।