সোমবার থেকে স্কুলগুলিতে শুরু হচ্ছে গরমের ছুটি

স্টাফ রিপোর্টার : রাজ্যজুড়ে একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। তাই পড়ুয়াদের কথা মাথায় রেখে রাজ্যে এগিয়ে এল গরমের ছুটি। বুধবার রিভিউ বৈঠক থেকে শিক্ষাদপ্তরকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রচণ্ড গরম পড়েছে। আমার কাছে খবর আসছে, প্রচণ্ড গরমে অনেক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ছে।
তাই পড়ুয়াদের কথা মাথায় রেখে ২ মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে।” তবে কতদিন চলবে ছুটি, তা এখনও ঘোষণা হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষাদপ্তর।