খবররাজ্য

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে অনুব্রতর দেহরক্ষী, মৃত ২

স্টাফ রিপোর্টার : ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল অনুব্রত মন্ডলের দেহরক্ষী সাইগেল হোসেনের শিশুকন্যার। একইসঙ্গে প্রাণ হারিয়েছেন মাঝবয়সী আরও এক ব্যক্তি। মৃতের নাম মাধব কৈবর্ত। গুরুতর জখম হয়েছেন সায়গল হোসেনের গাড়িচালকও। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গাড়িতে করে দুর্গাপুর থেকে সপরিবারে বাড়ি ফিরছিলেন সায়গল হোসেন।

দুটি গাড়িতে করে ফিরছিলেন তাঁরা। প্রথম গাড়িতে ছিলেন মাধব কৈবর্ত নামে ওই ব্যক্তি ও সায়গল হোসেনের ৫ বছরের মেয়ে। আর পিছনের গাড়িতে ছিলেন সস্ত্রীক সায়গল হোসেন। ফেরার সময়ই বীরভূমের ইলামবাজারের চৌপাহাড়ি জঙ্গল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।প্রথম গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্ধকারে সামনে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধব কৈবর্ত ও সায়গল হোসেনের মেয়ের। আহত হন বেশ কয়েকজন। আহত হয়েছেন অনুব্রতর দেহরক্ষীর চালকও। উদ্ধারের পর তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে এই দুর্ঘটনাটি নিছকই নাকি এর পিছনে অন্য কোনও চক্রান্ত রয়েছে? সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস।

Related Articles

Back to top button
error: Content is protected !!