কাঁথি পৌরভোটের সিসিটিভি ফুটেজ অডিটের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার : কাঁথি পৌরসভার ভোটের সিসিটিভি ফুটেজ অডিটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
নির্দেশে হাইকোর্ট বলেছে, রাজ্য নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে এই ভোটে ব্যবহৃত সমস্ত সিসিটিভির ফুটেজ পাঠাতে হবে। কমিশনকে ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। ১৩ জুন মামলার পরবর্তী শুনানি ।