আলিপুরে জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার

সুদীপকুমার দাস, আলিপুর: দক্ষিণ ২৪ পরগনার সদর দপ্তর আলিপুরে সোমবার সন্ধ্যায় এক ইফতারের আয়োজন করে জেলা পরিষদ। এই ইফতারে জেলা পরিষদের সব আধিকারিক, কর্মী, কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। অংশ নেন সাংবাদিকরাও।
উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি শামীমা শেখ, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) সামিউল আলম, উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, জেলা বাস্তুকার লুৎফর রহমান, টেকনিক্যাল অ্যাডভাইজর তথা প্রাক্তন জেলা বাস্তুকার অমিত ঘটক, কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী, হায়দার আলি মল্লিক, শচী নস্কর, সহকারী সভাধিপতি পূর্ণিমা হাজারী নস্কর, জেলা পরিষদের মেন্টর রফিকুল হাসান প্রমুখ।