সোনিয়ার নির্দেশে তৈরি হবে শক্তিশালী কমিটি, প্রশান্ত কিশোরকে নিয়ে চুপ কংগ্রেস

সংবাদ সংস্থা : ২০২৪ লোকসভা নির্বাচনের বিষয়টি মাথায় রেখে শক্তিশালী কার্যকরী কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন সোনিয়া গান্ধী। জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা। এদিকে ইতিমধ্যে প্রশান্ত কিশোরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন কংগ্রেস নেতৃত্ব। তার মধ্যে সোনিয়া গান্ধীর নির্দেশের কথা জানিয়ে দিলেন কংগ্রেস নেতৃত্ব। তবে পিকে প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
পাশাপাশি তিনি জানিয়েছেন, ১৩-১৪ মে ও ১৫ই মে রাজস্থানে উদয়পুরে নবসংকল্প চিন্তন শিবির আয়োজন করা হবে। সেই চিন্তন শিবিরে প্রায় ৪০০ জন প্রতিনিধি হাজির থাকবেন।এদিকে তিনি জানিয়েছেন, গত ২১শে এপ্রিল সোনিয়া গান্ধী ৮ সদস্যের কমিটির কাছ থেকে রিপোর্ট নিয়েছেন। ওই কমিটির সঙ্গে তিনি সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনাও করেছেন।