সাগরে চালু হল অক্সিজেন সহায়তা কেন্দ্র

রবীন্দ্রনাথ মন্ডল, সাগর : দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের ধবলাট গ্রাম পঞ্চায়েতে চালু হল অক্সিজেন সহায়তা কেন্দ্র। মুক্তি স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগীতায় এবং ধবলাট গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই অক্সিজেন সহায়তা কেন্দ্রটি গড়ে তোলা হয়। রবিবার এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন ধবলাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল কান্তি বারিক।
এদিন তিনি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করে বলেন,
“এই পঞ্চায়েতের যে সকল ব্যক্তি বাড়িতে চিকিৎসাধীন থাকবেন এবং ডাক্তারি পরামর্শক্রমে যদি অক্সিজেন প্রয়োজন হয়, তাঁরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন।” তিনি আরও বলেন, “আগামীদিনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আরও বিভিন্ন সামাজিক প্রকল্প গড়ে তোলা হবে।”