বিশ্ববাসীর মঙ্গল কামনায় কাকদ্বীপে অনুষ্ঠিত হল বিশ্বশান্তি মহাযজ্ঞ

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : ১৭ কেজি কাঠ ও ৪৮ কেজি ঘি পুড়িয়ে কাকদ্বীপে অনুষ্ঠিত হল বিশ্বশান্তি মহাযজ্ঞ। রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের বাজবরন তলায় এই যজ্ঞের আয়োজন করা হয়। গীতা পাঠ সহযোগে এদিন ঘি পুড়িয়ে বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশ্বশান্তি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল।
এ বিষয়ে কাকদ্বীপ বিশ্বশান্তি মহাযজ্ঞ কমিটির সভাপতি ভানু গোপাল উত্থাসিনী জানান, “নানান রোগ ও ব্যধিতে সারাবিশ্ব এখন জর্জরিত। আর সেই কারণেই সারা বিশ্বজুড়ে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। বিশ্ববাসীর মঙ্গল কামনায় এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে।
” অন্যদিকে কাকদ্বীপ মহাযজ্ঞ কমিটির কোষাধ্যক্ষ বিদেশ সামন্ত জানান, “বিগত পাঁচ বছর ধরে কাকদ্বীপ এলাকায় এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। তবে এ বছর বিষ্ণুর বরাহ রূপ তুলে ধরে এই বিশ্বশান্তি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল।” মূলত বেশ কয়েকজন পুরোহিতের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় এই মহাযজ্ঞের আয়োজন করা হয়।