এএসসি-তে ‘ভুয়ো’ নিয়োগ বাতিল করে শুরু নয়া প্রক্রিয়া

স্টাফ রিপোর্টার : এএসসি নিয়োগ নিয়ে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, গ্রুপ ডি ও নবম-দশমের শিক্ষক হিসেবে ‘ভুয়ো’ নিয়োগ পাওয়া সবার চাকরি বাতিল করা হচ্ছে। পাশাপাশি যোগ্য চাকরিপ্রার্থীদের নতুন করে চাকরিতে নিয়োগ করতে প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার।
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে এই প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা গিয়েছে।আইনি প্রক্রিয়া মেনে কীভাবে জরুরি ভিত্তিতে হাই কোর্টে পরবর্তী শুনানির আগেই ভুয়ো নিয়োগের জায়গায় যোগ্যদের নিযুক্ত করা যায়, নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, রাজ্য চাইছে আইনি প্রক্রিয়া যেমন চলছে চলুক কিন্তু ভুয়ো নিযুক্তদের সরানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘বেআইনি’ বা ভুয়ো নিয়োগ যেগুলি চিহ্নিত হয়েছে, তাঁদের সরিয়ে ওই জায়গায় যোগ্যদের নেওয়া হবে। নিরপেক্ষভাবে সেই চিহ্নিতকরণের কাজও দ্রুত শেষ করা হবে।