‘উডবার্ন ওয়ার্ড যেন অপরাধীদের ঘেরাটোপের জায়গা’: সুজন

সংবাদ সংস্থা : অনুব্রতর সিবিআই দফতরে না যাওয়া নিয়ে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডল সিবিআই-এর নোটিস পেয়েছেন। পাবারই কথা। গরুপাচারে যুক্ত।
বগটুই-সহ নানা কাণ্ডতে তাঁর নাম আসছে। তিনি এড়িয়ে যাওয়ার জন্য ডিভিশন বেঞ্চ, সিঙ্গল বেঞ্চ সবকিছু করে যখন পারেননি, তখন শেষমেশ উডবার্ন ওয়ার্ড। ওটা যেন অপরাধীদের ঘেরাটোপের জায়গা বলে মনে হচ্ছে।’