কংগ্রেস কাউন্সিলর খুনে সন্দেহভাজনের স্কেচ প্রকাশ

স্টাফ রিপোর্টার : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় এক সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করল পুলিশ।
জেলা পুলিশ সুপার এস সিলভা মুরুগান ছবি পোস্ট করে জানান, ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী পোর্ট্রেট আঁকানো হয়েছে। ওই সন্দেহভাজনকে ধরতে পুলিশকে সহযোগিতা করলে তাকে পুরস্কৃত করা হবে।