খবরজেলা

মথুরাপুরের নাবালিকা ছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ প্রধান শিক্ষক ও প্রশাসনের উদ্যোগে

বিশ্ব সমাচার, মথুরাপুর: মঙ্গলবার পরীক্ষা চলাকালীন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের স্বয়ংসিদ্ধা গ্রুপের সদস্যরা জানায় যে মথুরাপুরের কামারপোতা হাই স্কুলের এক নাবালিকা ছাত্রীকে জোর করে তার বাবা-মা বিয়ে দিতে চলেছেন। দশম শ্রেণির ছাত্রীটি বন্ধুদের মারফত বিষয়টি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতিকে জানালে তিনি তৎক্ষণাৎ স্থানীয় মথুরাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সলিল মণ্ডলকে জানান।

সঙ্গে সঙ্গে মথুরাপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তারাশঙ্কর প্রামাণিককেও বিষয়টি অবহিত করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং প্রশাসনের সহযোগিতায় অবশেষে ওই বিয়ে বন্ধ করতে বাবা-মা রাজি হন এবং মুচলেকা দেন।

Related Articles

Back to top button
error: Content is protected !!