‘বাংলায় অরাজকতা চলছে’, কাউন্সিলর হত্যাকাণ্ড নিয়ে সরব অধীর

স্টাফ রিপোর্টার : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্য়াকাণ্ডের আঁচ লাগল লোকসভায়। আমতার ছাত্রনেতা আনিস খান ও তপন কান্দু হত্যাকাণ্ড নিয়ে সরব হলেন অধীর চৌধুরী। কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি করলেন প্রদেশ কংগ্রেস প্রধান।মঙ্গলবার অধীর চৌধুরী বলেন, ‘জয়ী কংগ্রেস কাউন্সিলকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে যাতে পুরসভা দখল করা যায়।
পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীন ব্যাপক খুন, দাঙ্গা, হিংসা হয়েছে নির্বিচারে, রাজ্যের আইশৃঙ্খলা ভেঙে পড়েছে। গোটা বাংলায় অরাজকতা বিরাজ করছে। এই বাংলা সন্ত্রাসের বাংলা। এখানে রাজনীতি করার কোনও জায়গা নেই। আমার দাবি কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত হোক’।