প্রতিবিন্ধকতা সত্ত্বেও ২২,৫০০ জনকে ইউক্রেন থেকে ফেরানো হয়েছে দেশে : জয়শঙ্কর

সংবাদ সংস্থা : রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ দুই সপ্তাহ পেরিয়ে গিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ইউক্রেন জুড়ে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যেই আটকে পড়েছিলেন বহু ভারতীয়। ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরু হওয়ার অনেক আগে থেকেই কিয়েভে ভারতীয় দূতাবাসের তরফে বারবার নির্দেশিকা জারি করে সেখান থেকে দেশে আসার কথা বলা হয়েছিল।
২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। সেইসময় ইউক্রেনে আটকে পড়েন বহু ভারতীয় নাগরিক। তাঁদের মধ্যে ছিলেন বহু পড়ুয়াও। ভারত তার অপারেশন গঙ্গা উদ্ধারাভিযানের মাধ্যমে বহু ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে। মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে, ২২,৫০০ এর বেশি ভারতীয় নাগরিকদের যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছে।