প্যানেলে নাম না থাকা স্বত্ত্বেও কী ভাবে চাকরি, জানতে চাইল হাই কোর্ট, স্থগিতাদেশ সিবিআই তদন্তে

স্টাফ রিপোর্টার : প্যানেলে নাম না থাকা স্বত্ত্বেও কী ভাবে চাকরি পেয়েছেন, সরাসরি তা চাকরিরত শিক্ষকদের কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট। এ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে হলফনামা চেয়েছে উচ্চ আদালত। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওই শিক্ষকদেরই জানাতে হবে তাঁরা কী ভাবে, কার মাধ্যমে চাকরি পেয়েছেন।
কারণ, আদালতের কাছে আপাতত এটা পরিষ্কার যে, মেধাতালিকায় তাঁদের নাম ছিল না। পাশাপাশি, এই মামলায় পূর্ববর্তী সিবিআই অনুসন্ধানের নির্দেশের উপর আরও ২ সপ্তাহ স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট।বৃহস্পতিবার ফের শুনানি হবে এই মামলার।