ন্যাটোর সঙ্গে বৈঠকে ইউরোপ যাচ্ছেন বাইডেন

সংবাদ সংস্থা : ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া। ক্রমে আরও ভয়ানক হচ্ছে পরিস্থিতি। ইউক্রেনীয় ফৌজের মরণপণ লড়াই সত্বেও কিয়েভের দিকে দ্রুত এগোচ্ছে পুতিনের দুর্দমনীয় বাহিনী। এহেন পরিস্থিতিতে ইউরোপে ন্যাটো জোটের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।রয়টার্স সূত্রে খবর, ইউক্রেনে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি বৈঠকে বসতে চলেছে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হয়ে চলা ওই বৈঠকে যোগ দিয়ে আগামী সপ্তাহেই ইউরোপ সফরে আসতে পারেন বাইডেন। সূত্রের খবর, মার্চের ২৩ তারিখ হতে চলা ওই বৈঠকে রাশিয়াকে থামাতে সামরিক পদক্ষেপ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ন্যাটো জোটের অন্যতম সদস্য পোল্যান্ডেও যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।
এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, ন্যাটো ও ইউরোপের অন্য সহযোগী দেশগুলির সঙ্গে ইউক্রেন নিয়ে ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। তবে বাইডেনের সফর নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।