ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে আগামীকাল কথা বলবেন মমতা

স্টাফ রিপোর্টার : রাশিয়া – ইউক্রেন যুদ্ধ শুরু হতেই সে দেশে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল। অপারেশন গঙ্গার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনা হয় পডুয়াদের। সেখানে বাংলার পড়ুয়ারাও ছিলেন। তাঁরাও দেশে ফিরে এসেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ঘরে ফেরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দুপুর বারোটায় ইউক্রেন ফেরত পড়ুয়াদের মুখোমুখি হবেন মমতা। নবান্ন সূত্রে খবর, প্রতিটি জেলা থেকে ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের ওদিনের আলোচনা চক্রে থাকার জন্য আবেদন করা হয়েছে। জেলা শাসকদের মাধ্যমে সেই আবেদন জানানো হয়েছে পড়ুয়াদের কাছে। প্রত্যেক জেলা থেকে পড়ুয়াদের ক্ষুদিরাম অনুশীল কেন্দ্র পর্যন্ত আসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলেও খবর।