লন্ডনের টিউব রেলে বাংলার জয়জয়কার, উচ্ছ্বসিত মমতা

স্টাফ রিপোর্টার : লন্ডনে পাতাল রেলের স্টেশনের নাম লেখা বাংলায়! দিন কয়েক আগেই মেট্রো রেলের স্টেশনের নাম বাংলায় লেখা হয়।এদিন ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”আমি গর্বিত যে লন্ডন টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে এবং সেই স্টেশনে সংকেতের জন্য বাংলা ভাষাকে বেছে নেওয়া হয়েছে।
১০০০ বছরের পুরনো আমাদের বাংলা ভাষা। আর এই ভাষার ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব ও শক্তি আমাদের ঐতিহ্যের জয়। এই ঘটনা দেখায়, প্রবাসীদের অভিন্ন সাংস্কৃতিক দিক নির্দেশনায় একসঙ্গে কাজ করে চলা উচিত। এটা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের জয়।” সোমবার সকালেই বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।