‘ঝাড়খণ্ড বর্ডার থেকে ‘কন্ট্রাক্ট কিলাররা’ রাজ্যে ঢুকছে’ : ফিরহাদ

স্টাফ রিপোর্টার : পানিহাটি এবং ঝালদায় কাউন্সিলর খুন হয়েছেন। এই ঘটনায় এখন রাজ্য–রাজনীতি উত্তাল। পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কাউন্সলর আর ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন হয়েছেন। এই দুই খুন নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, ‘এভাবে আমাদের মেরে আমাদের শেষ করা যাবে না। আততায়ীরা বারেবারে তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ করা হচ্ছে। যারা এই কাজ করছে তাদের আমি ধিক্কার জানাই।
একইসঙ্গে আমি শীঘ্রই বিচার ও তদন্তের দাবি করছি। দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘পানিহাটি এবং ঝালদাতে একই ঘটনা ঘটেছে। যা হয়েছে সেটা অন্যায়। আমি এই বিষয়ে ফোনে কথা বলেছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ঝাড়খণ্ডের বর্ডার থেকে ‘কন্ট্রাক্ট কিলাররা’ রাজ্যে প্রবেশ করছে। পুলিশকে এই বিষয়ে আরও বেশি সতর্ক হতে হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে।’