উচ্চমাধ্যমিকের মাঝে উপনির্বাচন, দ্রুত নিজেদের অবস্থান জানাবে রাজ্য

স্টাফ রিপোর্টার : রাজ্যের মুখ্য সচিবের হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে জরুরি বৈঠকে স্কুল শিক্ষা সচিব। উপনির্বাচনের মাঝেই কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে? তা নিয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব ও স্কুল শিক্ষা সচিব। আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন। তার জেরে স্কুলগুলি অনেক আগে থেকেই নিয়ে নিতে হবে ভোটের জন্য।
এদিকে ২ এপ্রিল থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জেরে সব উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতেই পরীক্ষা হবে। সূত্রের খবর, এই বিষয় নিয়ে রাজ্য শীঘ্রই নিজেদের অবস্থান জানাবে। মুখ্য সচিব স্কুল শিক্ষা সচিবের বৈঠক এমনটাই বার্তা দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরকে।