আগামীকাল থেকে ১২-১৪ বছরের শিশুদের টিকা প্রদান, ৬০ বছর হলেই বুস্টার ডোজ, জানাল কেন্দ্র

সংবাদ সংস্থা : এবার ৬০ বছরের ঊর্ধ্বে সকল মানুষকে করোনাভাইরাস টিকার ‘প্রিকশন ডোজ’ বা বুস্টার ডোজ প্রদান করা হবে। আগামী বুধবার (১৬ মার্চ) থেকে সেই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র।সেইসঙ্গে আগামী বুধবার (১৬ মার্চ) অর্থাৎ আগামীকাল থেকে দেশে ১২-১৪ বছরের শিশুদের করোনাভাইরাস টিকা প্রদান করা হবে।
সোমবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানিয়েছেন, ‘এবার ষাটোর্ধ্ব সকলে প্রিকশন ডোজ নিতে পারবেন।বাচ্চারা সুরক্ষিত তো, দেশ সুরক্ষিত থাকবেে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী ১৬ মার্চ থেকে দেশে ১২-১৪ বছরের বাচ্চাদের করোনাভাইরাস টিকাকরণ কর্মসূচি শুরু হবে।’