১৮০ কোটি ডোজ টিকা দিয়ে নয়া মাইলফলক কেন্দ্রীয় সরকারের

সংবাদ সংস্থা : ভারতের করোনা টিকা দেওয়ার পরিমাণ ১৮০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।কোভিড ভ্যাকসিনেশন ডোজ কভারেজের অস্থায়ী রিপোর্ট অনুযায়ী, কোভিড টিকা দেওয়ার জন্য ২.১২ কোটিরও বেশি (২১২২৯০০৪) প্রিকশনারি ডোজ ৬০ বছরের বেশি ব্যক্তিদের চিহ্নিত করে দেওয়া হয়েছে।
১৮০ কোটি ল্যান্ডমার্কের এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া দেশকে অভিনন্দন জানিয়েছেন।মান্দাভিয়া টুইটে জানিয়েছেন, “জন-ভাগিদারির চেতনায় চালিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বের বৃহত্তম টিকাদান অভিযান নতুন উচ্চতায় ছুঁয়ে চলেছে। টিকা নেওয়ার পরেও কোভিডের এর উপযুক্ত আচরণ অনুসরণ করুন” ।