কেমন হবে নতুন মন্ত্রিসভা? পরামর্শ নিতে মোদীর সঙ্গে সাক্ষাৎ যোগীর

সংবাদ সংস্থা : উত্তর প্রদেশে বিপুল জনমত নিয়ে ফের একবার তখতে এসেছেন যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবারের রেকর্ড সাফল্যের পর রবিবাসরীয় বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে সাত নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছলেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের জয়ের পর এই প্রথম দিল্লি সফর যোগীর। সূত্রের খবর, উত্তর প্রদেশে যোগীর দ্বিতীয় সরকারের মন্ত্রিসভা কেমন হবে, সেই নিয়ে আলোচনা করতেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দুই দিনের দিল্লি সফরে এসেছেন যোগী আদিত্যনাথ।
ঠাসা কর্মসূচি রয়েছে। দলের একঝাঁক প্রথম সারির নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও উত্তর প্রদেশের সরকার গঠন প্রসঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তিনি। যোগীর শপথ গ্রহণের দিনক্ষণ নিয়েও প্রধানমন্ত্রী ও দিল্লির অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে বলে খবর।