উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নিয়ে মমতাকে নিশানা বিজেপির

স্টাফ রিপোর্টার : শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের একটি লোকসভা এবং একটি বিধানসভা আসনের উপনির্বাচনের কথা জানানো হয়েছে। পরের দিনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওই দুই আসনের প্রার্থীদের নাম জানিয়ে টুইট করেছেন। এর মধ্যে আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত বলে নিশানা করেছেন বিজেপির অমিত মালব্য।টুইটে তিনি লেখেন, সবাই ভেবেছিলেন তৃণমূল সায়নী ঘোষকে ওই আসন থেকে প্রার্থী করবে।
কেননা সায়নী ঘোষ তৃণমূল যুব সভানেত্রী। তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের বলেও পরিচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর ডানা ছেঁটে দিয়েছেন এই প্রার্থী তালিকা ঘোষণা করে।একইসঙ্গে অমিত মালব্য শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত বলেও কটাক্ষ করেছেন। অমিত মালব্য শুধু আসানসোলেই নয়, বাংলাতেও বহিরাগত বলে মন্তব্য করেছেন অমিত মালব্য।