দিল্লির বস্তিতে ভয়াবহ আগুন, মৃত 7

সংবাদ সংস্থা : দিল্লির গোকুলপুরী বস্তিতে ভয়াবহ আগুন।দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে দিকে গোকুলপুরীর পিএস এলাকায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 13টি ইঞ্জিন।
ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুড়ে ছাই হয়ে যায় 30টি ঝুপড়ি, প্রাণ হারান 7 জন।