তিন দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা
স্টাফ রিপোর্টার : আগামী 15 থেকে 17 মার্চ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। শনিবার এমনটাই জানিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ।শুক্রবারই জানা গিয়েছিল, এই মাসেই শিয়ালদা মেট্রো স্টেশন পরিদর্শনে আসতে চলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)। যাত্রী সুরক্ষার বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে৷ মনে করে হচ্ছে, এই পরিদর্শনের জন্যই এই তিন দিন বন্ধ রাখা হবে পরিষেবা।
এই বিষয়ে কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, “এই তিনদিন পরিষেবা বন্ধ থাকার কারণে হয়তো সাময়িকভাবে যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হবে৷ তবে, আগামিদিনে যখন শিয়ালদা স্টেশন খুলে যাবে, তখন শহরবাসী বৃহত্তর পরিষেবা পাবেন৷ লক্ষ লক্ষ যাত্রী এর ফলে উপকৃত হবেন৷”