সাধারণতন্ত্র দিবসে সম্প্রীতি দৌড় কুলপিতে

সানওয়ার হোসেন, কুলপি: ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্প্রীতি দৌড়ের আয়োজন করা হয়। বুধবার সকালে কুলপিতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহিদদের ছবিতে মাল্যদান করা হয়।
কুলপি থেকে করঞ্জলি ১১৭ নম্বর জাতীয় সড়কে প্রায় পাঁচ কিলোমিটার পথে সম্প্রীতি দৌড়ে অংশগ্রহণ করেন কুলপি ব্লক তৃণমূল ও যুব তৃণমূল কর্মীরা।
সম্প্রীতি দৌড়ে অংশগ্রহণ করেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার, সাধারণ সম্পাদক সনাতন সরদার, কুলপি ব্লক যুব তৃণমূল সভাপতি শামসুর আলম মির, কুলপি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নাসিরউদ্দিন বলদিয়া, কুলপি ব্লক আইএনটিটিইউসি সভাপতি সুজিত পাইক প্রমুখ।