মুখ্যমন্ত্রীর কনভয়ে থাকবে সীমিত গাড়ির সংখ্যা, সিদ্ধান্ত হিমন্তের

সংবাদ সংস্থা: এবার অভিনব পদক্ষেপের পথে হাঁটতে চলেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার। বৃহস্পতিবার সরকারি তরফে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে মুখ্যমন্ত্রী চলাফেরার সময় তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা সীমিত করা হবে।
অসম সরকার সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে গুয়াহাটিতে থাকবে সর্বাধিক ৬ টি গাড়ি। মুখ্যমন্ত্রী যখন জেলা সফরে যাবেন সেখানে তাঁর কনভয়ে ১২ টির বেশি গাড়ি থাকবে না।